সিমান্ত বিশ্বাস, ক্যাম্পাস প্রতিবেদক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সেমিনার “How to Start IELTS Preparation”।
রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে সেমিনারের উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্র পরামর্শক মো. সাব্বির হোসেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
উদ্বোধনী দিনে তিন ধাপে সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আনোয়ার। দিনটির সেশনটি মূলত আইইএলটিএস পরীক্ষার রাইটিং অংশ নিয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন,
“আমরা শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ। ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা হাতে নেওয়া হবে, যা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।”
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যেই মাস্টার্স পর্যায়ে থিসিসধারী শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ চালু করেছি, যা দেশের মধ্যে নতুন উদ্যোগ। এই ফেলোশিপ শিক্ষার্থীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার সুযোগ দেবে।”