শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

মাটির রাস্তায় বিশাল গর্ত বৃষ্টি হলেই জমে এক হাঁটু কাঁদা

Reporter Name / ২৫৯ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

ডেস্ক নিউজ :

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের পুনট পূর্বপাড়া থেকে বাশের ব্রীজ পর্যন্ত ১ কি. মি দৈর্ঘ্যের কাঁচা রাস্তা দীর্ঘদিন অবহেলিত হয়ে পড়ে আছে। যার ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের প্রায়১০ হাজারের অধিক মানুষ।

মাটির এ রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা সবসময়ই নাকাল হচ্ছেন,বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুনট পুর্ব পাড়া থেকে বাঁশের ব্রীজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কোথাও কোথাও গভীর গর্ত দুর্ঘটনা এড়াতে হেটে চলাচল করছে সাধারণ মানুষ।

ব্যাটারী চালিত অটো ভ্যান নিয়ে আসা লাল মিয়া জানান, পুনট,শিকটা,ডিংরাপাড়াসহ আশেপাশের গ্রাম থেকে প্রায় দশ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু দীর্ঘদিন থেকেই এ রাস্তাটি কাঁচা আছে পাকা করা হয়নি আমরা ভ্যানে যাত্রী তুলে এ রাস্তা দিয়ে যেতে পারি না রাস্তাটি পাকা হলে সবার ই সুবিধা।

শিকটা গ্রামের এমদাদুল জানান, বৃষ্টি হলেই রাস্তায় জমে এক হাঁটু পরিমান কাঁদা দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের এ রাস্তা দিয়ে কৃষকেরা ধান চাল আলু কিচকের হাট সহ বিভিন্ন হাটবাজারে সহজে এবং কম সময়ে নিয়ে যেতে পারবে কিন্তু রাস্তা সংস্কার না হলে সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ।

জানা গেছে. ৬০ বছরের বেশি বয়স এ রাস্তাটির কোনো এক কারনে পাকাকরণ হয়নি তবে রাস্তা টি পাকাকরণ হলে আশেপাশে গ্রাম সহ সবার উপকার হবে সরকারের কাছে এটা জনসাধারণের দাবি।

এ বিষয়ে উপজেলা ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম সত্যের কাগজ কে জানান, কালাই উপজেলার পুনট হাটের রাস্তাটি ইনভেনটরি পূর্ন রাস্তা যার দৈর্ঘ্য আছে ৭১০ মিটার ইতিমধ্যে ৭১০ মিটার রাস্তাটি পাকা করা হয়েছে কিন্তু রাস্তাটির দৈর্ঘ্য অনেক বেশি যা কাঁচা অবস্থায় আছে ইনভেনটরিতে দৈর্ঘ্য না থাকার কারণে বাকি অংশ পাকাকরণ এর উদ্যোগ নিতে পারছি না। এটার দৈর্ঘ্য সংশোধন এর জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। সংশোধন না হওয়া পর্যন্ত এ রাস্তাটির উন্নয়ন করা সম্ভব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category