শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে ৫ আগস্ট

পারভেজ হাসান সায়েম / ১৪৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মঙ্গলবার (৫ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিবসটি শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে। এ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির সময়সূচি:
 সকাল ৯:০০ মিনিট: জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন (প্রশাসনিক ভবনের সামনে)।
 সকাল ৯:৪৫ মিনিট: র‌্যালি (বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ)।
বিকেল ৫:৩০ মিনিট: দোয়া ও মিলাদ মাহফিল (কেন্দ্রীয় মসজিদে)।
সন্ধ্যা ৭:০০-৭:৩০ মিনিট: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা (বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে)।
দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও ছাত্র সংগঠনসমূহকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category