শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

বুড়িমারীতে রাস্তা সংস্কারের দাবিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীর মানববন্ধন

Reporter Name / ৮৮ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নের স্থলবন্দর এলাকার বাঁশকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটির সংস্কার দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দাদের আয়োজনে সকালে ২ ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে ওই পথ দিয়ে যাতায়াতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ এলাকার জনসাধারণ মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে।

মানববন্ধন চলাকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category