শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

বিভিন্ন বাহিনীতে ভুয়া চাকরি দেওয়ার আশ্বাস আটক -২

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

আব্দুল মোমিন পিয়াস বগুড়া:

বগুড়ায় বিভিন্ন বাহিনীতে ভুয়া চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুইজন প্রতারক কে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৩ মে) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বগুড়ায় দিবাগত রাতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন- শহরের শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু (৪০) এবং বায়েজিদ মিয়া (৩৮) এ সময় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়াকে (১৮) উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায় সেনা সদস্যরা। সেখান থেকে চাকরি প্রত্যাশী সাকিব মিয়াকে উদ্ধার এবং চক্রের সদস্য বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত বায়েজিদের দেয়া তথ্য মোতাবেক শাকপালা এলাকায় নিজ বাসা থেকে চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেফতার করা হয়। অভিযানে সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক, এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, এই চক্রটি মূলত বিভিন্ন বাহিনীতে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে বিভিন্ন ভাবে প্রতারণা করে । কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব দাবি করে চুক্তি অনুযায়ী অর্থ হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল,সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত পাঁচজন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে এই চক্রটি তবে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি‌ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সেনাবাহিনীর অভিযানে আটক দুজন থানা হাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category