শিরোনাম :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিএনপি ‘শিক্ষার ওপর ভ্যাট বসাবে না, বিনিয়োগ করতে চায়: মাহদী আমিন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি ভবিষ্যতে শিক্ষার উপর কোনো ভ্যাট বসাবে না, বরং বৈশ্বিক শ্রম বাজার ধরতে দক্ষ জনশক্তি গড়তে বিনিয়োগ বাড়াবে— এমনটি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

রোববার ঢাকার গুলশানের আমারী হোটেলে ইয়থ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপির অন্যতম এই নীতি-গবেষক বলেন, বিএনপির কাছে শিক্ষার অর্থ শুধু সনদ নয়, বরং শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা, যারা দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজার প্রতিযোগিতায় সক্ষম হবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু মূল বাঁধা ভাষার দক্ষতা ও কাজের উপযোগী প্রশিক্ষণ ঘাটতি।

আরও বলেন,ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না। শুধু বড় বড় স্থাপনা নয়, আমরা মানুষের ওপর বিনিয়োগ করতে চাই। ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট- নীতি নিয়ে কাজ করতে চাই, যাতে শিক্ষকরা নিয়মিত শিখতে পারেন এবং আরও মানসম্মত শিক্ষা দিতে পারেন।

বাংলাদেশে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় বিএনপির সময়। জুলাই আন্দোলন সেই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ভূমিকা ছিল উল্লেখ করার মতো উল্লেখ করেন মাহদী আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন- ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখো’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী এবং সংবাদমাধ্যম সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা, কলাম লেখক ও ব্যাংকার শাফকাত রাব্বী।

দেশের অর্থনীতির বিপরীতে শিক্ষাব্যবস্থা এগোয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ মেয়াদি উন্নয়ন নির্ভর করছে শিক্ষা সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষকদের ক্ষমতায়নের ওপর। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের অর্থনীতি এগিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা সে অনুযায়ী অগ্রগতি লাভ করেনি।

ইউথ কাউন্সিল অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ধরনই বদলে দিচ্ছে।

আজকের এই আলোচনা তরুণদের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগ করেন তিনি।

বাংলাদেশের শিক্ষা সংকট মূলত “ব্যাপ্তি ও সম্পদের সীমাবদ্ধতার ফল” বলে মনে করেন শিখো’র শাহির চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ শিক্ষার্থী, ৬ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা অনেক উন্নত দেশের মোট জনসংখ্যার চেয়েও বড়। অথচ শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির মাত্র ১.৬–১.৭ শতাংশ, ফলে প্রচলিত পদ্ধতিতে এই চাহিদা পূরণ করা সম্ভব নয়।

শাফকাত রাব্বী বলেন, এআই চাকরি কমাবে না। বরং আমরা যদি এআই সম্পর্কে আরও প্রশিক্ষণ নিতে পারি তাহলে চাকরির বৃহৎ বাজার তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category