শিরোনাম :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: ওবায়দুর রহমান চন্দন

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্ট ‘

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি সবসময় জনগণের রাজনৈতি করে। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। জনগণের প্রত্যক্ষ ভোটের রায়েই ক্ষমতায় আসবে।

শনিবার (২ আগস্ট) বিকালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা দাখিল মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ৩১ দফার আলোকে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের নিরাপত্তার বিষয়েও ভাবছি। অসংখ্য নেতা কর্মী জেল খেটেছে, এখনও মামলা তাদের ঘাঁড়ে ঝুলে আছে। অনেক নেতাকর্মী মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

অনুষ্ঠানে পুনট ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন , যুগ্ম আহ্বায়ক টুকু চৌধুরী, কালাই পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলী, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরজেলা, সাধারন সম্পাদিকা লিপি খাতুনসহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category