শিরোনাম :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

প্রয়াত সাংবাদিক আবু তাহের এর মাগফেরাতস কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নরসিংদী জেলার প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি প্রয়াত মো: আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সংগঠনটির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম এর স্মৃতিচারণ করে রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এসময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ বাকি বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী প্রেসুক্লাবের সিনিয়র সদস্য হলদর দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্ট ও আজকের পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাই টিভির নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠুন, নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান, সহ-সভাপতি টুটুল শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার বশির আহমেদ মোল্লা, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

প্রয়াত সাংবাদিক মোঃ আবু তাহেরের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category