জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর মো. ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এস. এম. রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন ও সদর উপজেলা আমীর ইমরান হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সভায় পাঁচদফা দাবিসমূহ তুলে ধরা হয়—
১️জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
২️জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩️অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দেশে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।