শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

পরকিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে আটক প্রেমিক 

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫
ছবি - প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধননবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে এক যুবক আটক হন। দৈনিক

জানা গেছে, হাজরাবাড়ী এলাকার ইদ্দিস আলীর বিবাহিত কণ্যা ১ সন্তানের জননী ইসমত আরা(২৩)ও পাশের গ্রামের কদমতলী এলাকার ছানোয়ার হোসেন ছানা’র বিবাহিত ছেলে শরীফ হোসেন (২৮) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। গত ৯ জুন সোমবার রাত ১২টার পর ঈদের শুভেচ্ছা ও প্রেমের ভালোবাসা বিনিময় কালে এক রুমের ভিতরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এঘটনায়  আটক যুবক জানান , ইসমত আরা এক সন্তানের জননী। তার সাথে দীর্ঘ ৫ মাস যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে তার। প্রতিনিয়তই দেখা করে। তবে এখন সে বিয়ে করতে চাইলে তারা বাড়ী ছেড়ে পালিয়ে গেছে বলে দাবি প্রেমিকের।

এমন ঘটনায় স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়ুব আলী জানান, ইসমত আরা কে তার পরিবার এই উপজেলার পৌরসভার বর্ণিচন্দবাড়ী এলাকার রহুল আমীনের কাছে বিয়ে দেয়। সেই ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু সে মেয়ে সেখানেও তার স্বামীর সাথে ঝামেলা করে ১ বছর যাবত বাপের বাড়ী চালে এসেছে। ওই স্বামীর নামে টাঙ্গাইল কোর্টে একটি মামমলা দায়ের করেছে। আবার গতকাল রাতে শরীফের সাথে একি রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এখন ইসমত আরা ও তারা পরিবার বাড়ী ছেড়ে পালিয়েছে। এই মেয়ে একাধিক ছেলেদের সাথে প্রেম ভালোবাসার পরকীয়া সম্পর্ক করে, এটা বহুবার এলাকাবাসী জানতে পেরেছে। এঘটনায় সঠিক বিচার হওয়া দরকার।

তার স্বামী রহুল আমিন জানান, ইসমত আরার অন্য ছেলের সাথে অনৈতিক সম্পর্ক জানতে পারায় কথা কাটাকাটি হলে বাপের বাড়ী চলে আসে। পরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন। এখন তার অপকর্ম আজ তো ধরা পড়ল এলাকাবাসীর হাতে। এরকম মহিলাদের উচিৎ বিচার হওয়া দরকার।

এঘটনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শহিদুল্লাহ জানান, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category