শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ঈদকে সামনে রেখে নিরাপত্তার জন্য কাজ করছেন সেনাবাহিনী

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল আযহকে সামনে রেখে ব্যপক সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। শহরের প্রধান প্রধান পয়েন্টে সতর্ক অবস্থান ও চেকপোস্ট বসিয়েছে তারা।

এরই অংশ হিসেবে জেলার অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে টহল কার্যক্রম বৃদ্ধি ও জোরদার করার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন-শৃঙ্খলাভঙ্গকারীদের একটি সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে যেকোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলামূলক কার্যক্রম যথাযথ আইন অনুযায়ী কঠোর ভাবে দমন করা হবে। ইতিমধ্যে জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প কর্তৃক একটি স্থায়ী চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

দিনব্যপী বিভিন্ন চেকপোস্ট সমূহে দেখা গেছে প্রাইভেট কার, বাস, কোচ মোটরবাইকের বৈধ কাগজপত্র যাচাই, অবৈধ মালামাল পরিবহন সহ নানা রকম তল্লাশি চালাতেও দেখা গেছে সেনাবাহিনীকে। এছাড়াও বাস কাউন্টার গুলোতে যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category