শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

টানা দশদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক 

বেনাপোল বন্দর এবার ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতের সাথে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বানিজ্য। তবে এই সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

 

বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছেন বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক। তবে টানা বন্ধের কারনে বড় অংকের আমদানি, রফতানি বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়তে পারে।

ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনসহ আমদানি-রফতানি কার্যক্রম আবারও চালু হবে।

এদিকে বানিজ্য ১০ দিন বন্ধের কথা বলা হলেও বেনাপোল কর্তৃপক্ষ বলছেন, কোন ব্যবসায়ী যদি জরুরী প্রয়োজনে বন্দর থেকে পণ্য খালাস নিতে চায় সে ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। উৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে আজ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আজ সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

বেনাপোল ইমিগ্রেশন উপপরিদর্শক মোস্তাক আলী জানান, ঈদ ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, লম্বা ছুটির মধ্যে যাতে বন্দরে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তাকর্মীদের সজাক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category