জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প।
র্যাব জানান.রবিবার (৪ মে) জয়পুরহাট সদর থানার পুরানাপৈল এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটো ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৪ বোতল ফেন্সিডিলসহ আসামিকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামী হলেন, জেলার পাঁচবিবি থানার রতনপুর চৌধুরী পাড়া এলাকার শাহাদাত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৯) ।
র্যাব আরোও জানান.আটককৃত আসামি জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
পরবর্তীতে গ্রফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাটজেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।