জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প।
সোমবার সকাল সাড়ে দশটায় র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানান.রবিবার (৪ মে) জয়পুরহাট সদর থানার মন্ডলপাড়া এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক করা হয়।
আটককৃত আসামী হলেন,জয়পুরহাট সদর থানা এলাকার মন্ডলপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডল এর ছেলে সাদ্দাম হোসেন।
র্যাব আরোও জানান.আটককৃত আসামি জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।