অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে বনগ্রাম, ঘুনি, সিংজোড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা রবিউল আওয়াল লাভলু। রবিবার, ২২ জুন ২০২৫ তারিখ সকালে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের মাঝে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা পৌঁছে দেওয়া হয়।
লাভলু তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ হবে স্বনির্ভর। তরুণদের ধানের শীষ প্রতীকে প্রথম ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “নাগরপুর ও দেলদুয়ারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ।”
রবিউল আওয়াল লাভলু বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন:তোফায়েল আহমেদ বাছেদ সহ-সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপি,ফারুক আহমেদ খান যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি,মীর সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,নাজমুল হক স্বাধীন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) উপজেলা যুবদল,আরিফুল ইসলাম নবা সাবেক ভিপি,দেওয়ান মোহাম্মদ জহির, সভাপতি গয়হাটা ইউনিয়ন বিএনপি,মাইন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গয়হাটা ইউনিয়ন বিএনপি,নাসিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক গয়হাটা ইউনিয়ন বিএনপি,মনির হোসেন মাস্টার, সাবেক সভাপতি গয়হাটা ইউনিয়ন যুবদল,সোহেল খান, আহ্বায়ক, গয়হাটা ইউনিয়ন যুবদল,হাবিবুর রহমান বিদ্যুৎ, সভাপতি গয়হাটা ইউনিয়ন কৃষকদল।
এই পথসভা ও গণসংযোগ কর্মসূচি ইউনিয়নের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, এই উদ্যোগ আগামী নির্বাচনে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।