ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপনের (২২ মে) স্বাক্ষরিত জয়পুরহাটের বিভিন্ন মাদ্রাসা ও কলেজ শাখা ছাত্রদলের আংশিক পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয় গতকাল রবিবার (২৫ মে) রাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সে কমিটির লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ।
উক্ত কমিটির লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত আনুমানিক এগারোটায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন এবং কিছুক্ষণ পর সেটা ডিলিট ও করেন তিনি।
সাধারণ সম্পাদকের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে. গতকাল রবিবার (২৫ মে) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেছা সরকারি কলেজ,পাঁচবিবি উপজেলার মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ এবং আক্কেলপুর সরকারি কলেজ সহ বেশকিছু কলেজের কমিটি প্রকাশিত হয়েছে। যা তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছেন। কে বা কাহারা আমার সীল এবং স্বাক্ষর জাল করে সংশ্লিষ্ট কমিটি গুলি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কমিটি সম্পর্কে তিনি অবগত নয় তার কোনো সংশ্লিষ্টতা নেই, কাজেই এই কমিটিগুলি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি ।
এবিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এটা আমাদের সাংগঠনিক ব্যাপার এটা আমরা বাহিরে কোনো মতামত দিব না অভ্যন্তরীণ ব্যাপার সাংগঠনিক ভাবে আলোচনা করা হবে।
এবিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান এর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে বার বার ফোন করেও কোনো যোগাযোগ করা সম্ভব হয় নি।