শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের একটি পুকুর থেকে গৃহবধূ ইসমত আরা (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ইসমত আরা ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী। সোমবার (১৬ জুন) সকাল ১১টার দিকে চুনারুঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালামের নেতৃত্বে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ইসমত আরা ওইদিন সকালে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে অজ্ঞাত কারণে কাপড়-চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ করেন। পরে তারা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ইসমত আরার মরদেহ উদ্ধার করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানা হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ঘটনার তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই ঘটনার রহস্য এখনও স্পষ্ট নয়, তাই সুষ্ঠু ও ত্বরিত তদন্তের মাধ্যমে বিষয়টি উন্মোচনের আশা প্রকাশ করেছেন পুলিশ ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category