শিরোনাম :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ মেয়রের

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে দোকানদারদের পণ্য বাইরে না রাখার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল সৈকত এলাকার সামনে ফুলের টব স্থাপন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, হকারদের প্রতি আমি সবসময় সহনশীল। তাদের পরিবার-পরিজনের বিষয়টি মাথায় রেখে কাউকে স্থায়ীভাবে উচ্ছেদ করি না। কিন্তু দোকানদাররা দোকানের পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে রাখলে তা নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে লক্ষ্য করছি এখানে ফল বিক্রেতারা পুরো রাস্তাজুড়ে পসরা সাজিয়ে রাখছে। এতে একদিকে সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে চট্টগ্রামে আসা অতিথিদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে। এ কারণে এখানে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। তবে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না। দোকানদাররা তাদের মাল দোকানের ভেতরে রাখবেন এবং ক্রেতারা সেখান থেকেই কেনাকাটা করবেন।

এসময় মেয়র ঘোষণা দেন, মাছুয়া ঝর্ণা এলাকায় সড়কের ওপর মাছ বিক্রি এবং কাতালগঞ্জ, বিপ্লব উদ্যানের পেছনসহ নগরীর যেসব স্থানে দোকানদাররা বা ব্যবসায়ীরা রাস্তা ব্যবহার করছেন, সেগুলোও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে।

এছাড়া শহরের যেসব জায়গায় উন্মুক্তভাবে ময়লা-আবর্জনা পড়ে থাকে, সেসব মোট ১২টি স্থান চিহ্নিত করে সেখানে ধাপে ধাপে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার আগ্রাবাদ এলাকায় পরিদর্শনে গিয়ে সন্ধ্যা ৬টার আগে ফুটপাতে হকার বসতে না দেওয়ার নির্দেশনা দেন মেয়র শাহাদাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category