ডেস্ক রিপোর্ট:
খুলনা জেলার তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে র্যালি , মৎস্য পোনা অবমুক্ত অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ ই আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তৃত করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান।
একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক্সটেনশন অফিসার অমিত কুমার রায় , উপজেলা দারিদ্র বিমোচন অফিসার আরুফা খাতুন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামানসহ অন্যান্য অফিসার ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।