শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ক্ষেতলালে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

পাঠকনন্দিত জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ক্ষেতলাল উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক কালবেলার ক্ষেতলাল প্রতিনিধি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

অনুষ্ঠানে ক্ষেতলাল প্রেসক্লাবের সহ-সভাপতি রুমি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মন্ডল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ইটাখোলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জি.এম কিবরিয়া বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দসহ অনেকেই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা আনন্দ শীল, নাগরিক টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি মাহফুজ রহমান, ঢাকা পোষ্টের জয়পুরহাট প্রতিনিধি চম্পক কুমারসহ জেলা- উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালবেলার নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিবৃন্দ পত্রিকার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category