ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৩৬ জুলাই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ আগষ্ট) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির অফিস থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানর সভাপতিত্বে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আব্বাস আলীর নেতৃত্বে ক্ষেতলাল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এসময় ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আবদুল আলিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, পৌর সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।