শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

কুয়াকাটা পটুয়াখালী :

পটুয়াখালীর কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৮ই মে (রবিবার) হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড এর আয়োজনে গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্প এর অধীনে এ বুট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। বুট ক্যাম্পিং কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং এর জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো: এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুস। এ বুট ক্যম্পিং কর্মশালায় কলাপাড়া উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category