জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা ডেমোক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছা: নাছিমা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আমিনুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিলকিস বেগম, নাগরিক কমিটির সদস্য মোছা: হাবিবা জাহান জার্সিয়া, মোছা: নাছিমা খানম, আস্থা প্রকল্পের জেলা সিনিয়র ফিল্ড অফিসার মোফাখ্খারুল ইসলাম, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক শেখ ফরিদ রাজুসহ উপজেলার ৫টি ইউনিয়ন থেকে প্রায় ২০ জন যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীদের মুল ধারায় কিভাবে ফিরিয়ে আনতে হবে এবং যুব ফোরামের সদস্যরা সমাজের বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে এ নিয়ে আলোচনা করা হয়েছে।