ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহযোগিতায় দুইদিন ব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে ২৬ ও ২৭ সেপ্টেম্বর উপজেলার ১২টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন সংসদীয় বিতর্ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের
বিতর্কিক মোঃ রহমতুল্লাহ,বাংলাদেশ ডিবেট ফেডারেশন কার্যকরি সদস্য ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর বিতার্কিক কাজি হামিমুল হক সীমান্ত।