কালাই ( জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন ভবন) উদ্বোধন ঘোষণা করা হয়েছে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লাইব্রেরিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।