ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন।
দিনব্যাপী এ কর্মশালায় ২০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সামগ্রী তৈরিতে সফল হওয়ায় ১০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন।
এ কর্মশালায় নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প তুলে ধরে বলেন, এক সময় তাদের কোন কর্ম ছিল না, ছিল না টাকা-পয়সা, ঘরবাড়ি। কষ্টে জীবন যাপন করতে। এখন তারা প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্ত হিসেবে নানা পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন।