শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

কর্মদক্ষতায় চৌকস গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

বগুড়া প্রতিনিধি: 

বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বর্তমানে তিনি এলাকার মানুষের কাছে একজন চৌকস, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। পেশাগত দায়িত্বে নিষ্ঠাবান এই পুলিশ কর্মকর্তা অপরাধ দমনে যেমন কঠোর, তেমনি মানবিক আচরণে সাধারণ মানুষের প্রিয়।

ওসি সেরাজুল হক দায়িত্ব নেওয়ার পর থেকেই থানার কার্যক্রমে এসেছে শৃঙ্খলা ও গতি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার পরিচালিত একের পর এক সফল অভিযান ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তিনি থানা কার্যক্রমকে করেছেন জনমুখী।

তাঁর দিকনির্দেশনায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বেড়েছে এবং সেবার মান উন্নত হয়েছে। অভিযোগ গ্রহণে স্বচ্ছতা ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করায় থানায় আগত সাধারণ মানুষ এখন নিরাপদ ও স্বস্তিবোধ করেন।

জানা যায়, পুলিশ  নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও বগুড়া জেলার গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর থেকে সাজা প্রাপ্ত আসামী,পলাতক আসামী গ্রেফতার,মাদক,চাঁদাবাজি সহ অঢেল অপরাধ দমন করতে সক্ষম হয়েছেন। মেধা ও মননের সবটুকু দিয়েই কর্মজীবনকে এগিয়ে নিচ্ছেন তিনি। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন মহৎ গুণের অধিকারী এই পুলিশ কর্মকর্তা। নিজের পরিবারের মতই কর্মক্ষেত্রেও সহকর্মী এবং অধীনস্তদের প্রতি সহায়কের ভূমিকা পালন করেন তিনি।

গাবতলী মডেল থানার এ এস আই মোঃ মনিরুল ইসলাম জানান, সেরাজুল স্যারের মত একজন অভিভাবক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তার মতো দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গর্ব। প্রতিটি অপরাধ দমনে স্যারের মতো পুলিশ অফিসারের সান্নিধ্য পেলে অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ ব্যাপক অগ্রগতি হবে।

 

ওসি সেরাজুল হক বলেন, “আমার একটাই লক্ষ্য—অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা এবং জনগণের আস্থা অর্জন করা। আমি চাই মানুষ থানাকে ভয় না পেয়ে পাশে পাবে বলেই মনে করুক।

 

স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা বলছেন, একজন আদর্শ পুলিশ কর্মকর্তার যে সব গুণ থাকা প্রয়োজন, ওসি সেরাজুল হকের মধ্যে তার প্রতিফলন রয়েছে। তাঁর মতো যোগ্য ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে থানা ব্যবস্থাপনা একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

মোঃ আব্দুল মোমিন পিয়াস

বগুড়া প্রতিনিধি:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category