পারভেজ হাসান সায়েম,বেরোবি প্রতিনিধি:
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু হওয়ার পর ১২ ঘণ্টা অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসে নি কোনো চূড়ান্ত বার্তা। রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উত্তর গেটে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযোজন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। ছাত্র সংসদ চালু না থাকলেও নিয়মিত ছাত্র সংসদ ফি আদায় করা হয় বলে জানান তারা। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার স্বার্থে এবং সকল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা।
তাদের এই যৌক্তিক আন্দোলনে সকল বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এবং সন্ধ্যা ৭.৩০ টায় আন্দোলন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী সকালে এক সংবাদ সম্মেলনে জানান, “নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদন না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করা সম্ভব নয়।”
অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন। এরই মধ্যে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান সহপাঠীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব অবস্থানের কারণে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।