শিরোনাম :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচবিবিতে আটক-২ 

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নয়াপাড়া সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভা*রত প্রবেশের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া সীমান্তে কয়া বিওপি’র দায়িত্বে থাকা টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটককৃতরা হলেন– জীবন মহন্ত (২২), পিতা প্রদীপ মহন্ত এবং সিদ্ধান্ত রায় (২৪), পিতা নবদ্বীপ রায়। তারা দু’জনই রংপুর জেলার তারাগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার মোঃ জহুরুল হক জানান, তিনি ও তার সঙ্গীয় টহল সদস্যগণ—নায়েক মোঃ গোলাম আফরোজ, সিপাহী মোঃ নাজমুল এবং সিপাহী মোঃ আনিস উদ্দিন—একসাথে সীমান্ত টহলে ছিলেন। ১৭ মে ২০২৫ তারিখে বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার নয়াপাড়া গ্রামে, মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফসলি মাঠে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ভারত অভিমুখে অগ্রসর হতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরবর্তীতে তাদের নিকট বৈধ পাসপোর্ট ও বিদেশ যাত্রার কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এ ঘটনায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category